বীমা কোম্পানি ১৫ শতাংশের বেশি কমিশন দিবে না

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২০ ১৪:৪৭:৩৭


বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি ১৫ শতাংশের বেশি কমিশন দিবে না ।  বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) উদ্যোগে আয়োজিত এক সভায় সব কোম্পানির মালিক এ সিদ্ধান্ত নেন। এছাড়া ৩টি একাউন্টে প্রিমিয়াম জমা সংক্রান্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্দেশ বাস্তবায়নে একমত হন কোম্পানির মালিকরা। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিআইএ’র উদ্যোগে কমিশন ও ব্যাংক একাউন্টের বিষয়ে ঢাকা ক্লাবে এক জরুরি বৈঠকে বসেন বীমা মালিকরা। কোনো এজেন্ডা নির্ধারণ না করেই এ বৈঠক ডাকা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বীমাখাতে সরকারের উন্নয়নের জন্য নেয়া কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই বীমা মালিকরা এ সিদ্ধান্তে আসেন।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বীমাখাতের উন্নয়নে ১১টি সুপারিশ বাস্তবায়নে অর্থমন্ত্রণালয় ও আইডিআরএ’কে নির্দেশ প্রদান করেন। এসব নির্দেশ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

সূত্র মতে, এর আগে ২০১২ সালে বিআইএ’র উদ্যোগে ১৫ শতাংশের বেশি কমিশন দেয়া বন্ধ করে বীমা কোম্পানিগুলো। পরবর্তীতে ২০১৪ সাল থেকে আবারো শুরু হয় অতিরিক্ত কমিশন। এরপর থেকে অবৈধ কমিশন দেয়ার প্রবণতা বাড়তে থাকে। কোনো কোনো কোম্পানি ৮০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া শুরু করে। এই অসুস্থ প্রতিযোগিতায় অধিকাংশ কোম্পানির এফডিআর কমে যায়। দুর্বল হয়ে পড়ে কোম্পানির আর্থিক ভিত।

সূত্র মতে, নন-লাইফ বীমাখাতে কমিশন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয় ২০১২ সালের এপ্রিলে। গেল বছরের ৪ মার্চেও এক চিঠিতে ১৫ শতাংশ কমিশন দেয়া সংক্রান্ত প্রজ্ঞাপন যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, নন-লাইফ বীমাখাতে কমিশন ব্যয়ের সীমা নিয়ে ২০১২ সালের এপ্রিলে কর্তৃপক্ষের জারিকৃত সার্কুলার নম্বর- নন-লাইফ-৩২/২০১২ ও একই বছরের সেপ্টেম্বরে জারিকৃত নন-লাইফ-৩৪/২০১২ নম্বর সার্কুলারের যথাযথ প্রতিপালন ও অনুরসণ করা হচ্ছে না।

সার্কুলার নং নন-লাইফ-৩২/২০১২ অনুসারে, বাংলাদেশে নন-লাইফ বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে কোন বীমাকারী পরিশোধযোগ্য প্রিমিয়ামের পনের শতাংশের (১৫%) অধিক কমিশন অথবা অন্য কোন প্রকার পারিশ্রমিক কোন বীমা এজেন্টকে প্রদান অথবা প্রদানের চুক্তি এবং কোন বীমা এজেন্ট পরিশোধযোগ্য প্রিমিয়ামের ১৫ শতাংশের অধিক কমিশন অথবা অন্য কোন প্রকার পারিম্রমিক গ্রহণ করতে পারবে না।

এছাড়া বীমা আইন, ২০১০ এর ৫৮(১) ধারার বিধান মোতাবেক কোন নন-লাইফ বীমা কোম্পানি বীমা ব্যবসা অর্জন বা সংগ্রহের উদ্দেশ্যে বীমা এজেন্ট বা এজেন্ট নিয়োগকারী বা ব্রোকার ব্যতীত অন্য কাহাকেও প্রিমিয়ামের উপর শতকরা হারে পরিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ করিবে না।

বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এশিয়া ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন, এমপি; এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, এফসিএ; ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টুসহ অনান্য চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। মূখ্য নির্বাহীদের মধ্যে রুপালী ইন্স্যুরেন্সের  সিইও পি কে রায় আইডিআরএ’র জারিকৃত গত ৩ জুনের সার্কুলারের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করেন।