এজেন্টের মেয়ের প্রেমে রোনালদো!

আপডেট: ২০১৫-১১-১৮ ১৯:৩০:১৫


unti_91312ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরে অনেক নাম যুক্ত করা হয়েছিল রোনালদোর বান্ধবী হিসাবে। এ বার সেই তালিকায় উঠে আসল মারিসা মেন্ডেজের নাম। যিনি রোনালদোর এজেন্ট জোর্জ মেন্ডেসের বড় মেয়ে।

ক’দিন আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তার জীবনে একজন খুব কাছের বান্ধবী আছেন। পরিচয় গোপন রেখে সিআর সেভেন আরও বলেছেন, তিনি নাকি ভেবে দেখছেন তার সেই বান্ধবীর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায় কি না।

স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে সেই গোপন বান্ধবী নাকি তার এজেন্ট জোর্জ মেন্ডেজের বড় কন্যা মারিসা মেন্ডেজ। বান্ধবী বাছার ব্যাপারে রোনালদো বেশ সতর্ক। ‘প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা আমার জনপ্রিয়তার জন্য সম্পর্কে আসতে চায়। এতে আমি অবাক নই। সব নামকরা লোকের সঙ্গেই এ রকম হয়,’ বলছেন রোনালদো। সঙ্গে তিনি যোগ করেন, ‘এই ব্যাপারে আমি খুব সতর্ক।’

দু’জনের সম্পর্ক নিয়ে সিআর সেভেন কিছু না বললেও গত কয়েক মাসে প্রতিটা বড় ইভেন্টেই রোনালদোর সঙ্গে দেখা গিয়েছে মারিসাকে। সিআর সেভেনের উপর হওয়া চলচ্চিত্রের প্রিমিয়ারে পর্তুগিজ মহাতারকার পাশেই বসেন মারিসা।

এ ছাড়াও বের্নাবাওতে রিয়াল মাদ্রিদের প্রতিটা ম্যাচেই রোনালদোর জন্য গলা ফাটিয়েছেন মারিসা। জোর্জ মেন্ডেসের সঙ্গে রোনালদোর খুব ভাল সম্পর্ক। সিআর সেভেনের এজেন্ট হওয়া ছাড়াও জোর্জ নাকি রোনালদোর পরিবারের সদস্যের মতোই। জন্মদিনে আবার জোর্জকে একটা গোটা দ্বীপও উপহার দিয়েছিলেন সিআর সেভেন।

সানবিডি/ঢাকা/রাআ