ভারতের বাজারে বেড়েছে এলাচের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০১ ১৪:১৩:১৩


ভারত থেকে রফতানি বাজারে দাম কমলেও দেশটির স্থানীয় বাজারগুলোতে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে এলাচ। এ কারণে মসলা পণ্যটি রফতানির ক্ষেত্রে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিজ দেশে দাম বাড়লেও করোনার প্রভাবে পশ্চিম এশিয়ায় ভারতের রফতানি বাজারগুলোতে কমে গেছে এলাচের দাম, যা এলাচ রফতানিকারক দেশটির জন্য কিছুটা আশাহতের ব্যাপারও বটে। খবর ইকোনমিক টাইমস।

গত মাসে ভারতে এলাচের দাম ছিল কেজিপ্রতি প্রায় ৩ হাজার ২০০ টাকা। তবে উপসাগরীয় দেশগুলোতে তাদের রফতানি বাজারে মসলাটির শীর্ষ রফতানিকারক গুয়াতেমালার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না ভারত। গুয়াতেমালার এলাচ কেজিপ্রতি ৪৬ ডলারে অনেক দেশেই বিক্রি হচ্ছে। সেখানে ভারতীয় এলাচের চেয়েও প্রায় ১০ ডলার কমে বিক্রি করছে গুয়াতেমালার এলাচ।

সানবিডি/এনজে