ভোটারদের বিপুল সমর্থনে কুতুব উদ্দিন মুন্সি এগিয়ে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০১ ১০:৪৬:২১


আসন্ন কোলাপাড়া ১০নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থি কুতুব উদ্দিন মুন্সি এলাকার ভোটারদের বিপুল সমর্থনে এগিয়ে। তিনি মোরগ মার্কা নিয়ে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার নজরুল ইসলাম।

এলাকার বিভিন্ন মহলে কথা বলে জানা যায়, বর্তমান মেম্বারের বিগত বছরের কাজের প্রতি এলাকার সর্বসাধারণ মানুষ খুবই অসন্তুষ্ট। তাই তারা এবার নতুন এবং যোগ্য মুখ দেখতে চান।

একান্ত সাক্ষাৎকারে কুতুব উদ্দিন মুন্সি জানান, তিনি গ্রামের শিক্ষার্থীদের সুশিক্ষা, বয়স্কদের চিকিৎসা, গ্রামের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ গ্রাম গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি এলাকার জনগনের দোয়া ও সমর্থন চেয়েছেন।

সানবিডি/ এন/আই