চরফ্যাশনে অন্যের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১১-০৩ ১৪:৩৫:২১
ভোলার চরফ্যাশন পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তিক ১৪৪/১৪৫ ধারা অমান্য করে একটি পরিবারের ১২ শতাংশ জমি এস এম জসিম উদ্দিন স্থানীয় সন্ত্রাসীদের সহযোগীতায় জবরদখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পাশাপাশি জসিম উদ্দিন জমির মালিক অসহায় পরিবারের লোকজনদের পিটিয়ে আহত করে ওই জমিতে থাকা পুকুরের মাছ ও গাছ লুট করেছেন৷ গত মঙ্গলবার (২ নভেম্বর) চরফ্যাশন পৌরসভা ৩ নং ওয়ার্ড গাড়ি ওয়ালাদের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র জাল-জালিয়াতি ও মৃত্যুর হুমকি দিয়ে মাও. আবু তাহেরের ছেলে এস এম জসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ একই এলাকার মো. কবির মিয়ার ৪০ বছরের দখলীয় পৈতৃক সম্পত্তি দক্ষিণ ফ্যাশন মৌজার সাবেক জে এল ৩৬৩৬ হালে ৮, পি এস খতিয়ান নং ৯৬৮, আর এস খতিয়ান নং ১১৩, এস এ ১৬০, বি এস ১৯৩২ খতিয়ানে ৫১৭ দাগের ১২ শতাংশ জমি দখলের চেষ্টা করে আসছে৷ প্রকৃত আইনি সহায়তা পেতে মো. কবির মিয়া ১২ অক্টোবর ২০২১ চরফ্যাশন থানায় ৫৫৯ নং জিডি, ১৩ অক্টোবর ২০২১ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন ও ২১ অক্টোবর ২০২১ চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন৷ প্রয়োজনীয় সকল কাগজপত্র পর্যালোচনা করে ২৬ অক্টোবর ২০২১ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪/১৪৫ ধারা মোতাবেক নোটিশ জারি, ০১ নভেম্বর ২০২১ বিজ্ঞ আদালত দেওয়ানী কার্যবিধি আইনে দে. নং ৪৫৮/২০২১ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন৷
সরেজমিনে দেখা যায়, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৪৪ ধারা ও অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে সন্ত্রাসী বাহিনী নিয়ে দিন দুপুরে এস এম জসিম উদ্দিন উক্ত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন৷ মো. কবির মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪৫) ও ছেলে মুরাদ (১৮) ঘর নির্মাণে বাধা দিতে চাইলে জসিম উদ্দীন বাহিনী তাদের পিটিয়ে আহত করে৷ আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন৷ তাদের সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় তারা৷
এ বিষয়ে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় উক্ত জমিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে৷ ওই জমি যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে। মালিকানার বিষয়টি আদালত নির্ধারণ করবেন।
মো. কবির মিয়া অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারকে মৃত্যুর হুমকি দিয়ে আসছে৷ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি৷ আমি সকলের নিকট সঠিক বিচার দাবি করছি৷ এ বিষয়ে এস এম জসিম উদ্দিনের নিকট জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি আমি খরিদ সূত্রে মালিক হয়েছে৷ তবে জমির মালিকানার প্রয়োজনীয় কোন কাগজ পত্র দেখাতে পারেনি জসিম উদ্দিন৷
সানবিডি/ এন/আই