সামুদ্রিক প্রানী এর সাথে শিশুর দারুন বন্ধুত্ব (ভিডিও)

আপডেট: ২০১৬-০২-১১ ১৩:৫৮:৫১


Fishআমরা বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে দেখেছি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের সাথে বানর, ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক, সিংহ, মোরগী মুরগী, হাস সহ অনেক প্রানীর সাথে মানুষের নিবিড় বন্ধুত্ব । কিন্তু এবার এমন একটি চাঞ্চল্যকর ভিডিও পাওয়া গেছে যেটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল।

একটি শিশুর সাথে সামুদ্রিক প্রানী এর সাথে বন্ধুত্ব, যা কিনা ভয়ংকর হিংস্র এক প্রানী ষ্ট্রিংরে-এর সাথে গভীর বন্ধুত্বপূর্ন সম্পর্ক। সচরাচর ষ্ট্রিংরে নিরিবিল থাকতে পছন্দ করে কিন্তু ক্ষেত্র বিশেষে এই প্রানীটি এতো ভয়ংকর হয়ে ওঠে যেটা ধারনার বাইরে। যখন এরা বুঝতে পারে কোন প্রানীর দ্বারা এদের ক্ষতি বা জীবননাশের হুমকি দেখা দিয়েছে তখন এই প্রানীটি অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠে, এটি তার শরীর থেকে অত্যন্ত বিষাক্ত ষ্ট্রিংগার বা বিষাক্ত কালি প্রতিপক্ষের দিকে ছুঁড়ে দিয়ে আত্নরক্ষা করে থাকে।

এই বিশেষ বিষাক্ত কালি প্রতিপক্ষের শরীরের জন্য মারাত্নক ক্ষতির কারন হয়ে দাড়ায়, অনেক সময় এর প্রতিপক্ষ এই বিষাক্ত কালির ছোবলে মারা পর্যন্ত যেতে পারে। কিন্তু আপনি যখন ভিডিওতে দেখবেন এই ষ্ট্রিংরেটি একটি শিশুর সাথে কতটা বন্ধুত্বপূর্ন আচরন করে, ছেলেটা ওই প্রানীটিকে আদর করে দেয়, খাবার দেয় তখন আপনি অবাক না হয়ে পারবেন না। সমুদ্রের পাশে একটি বাজারের ঘাটলায় এই ভয়ংকর প্রানীটি শিশুর সাথে আনন্দে খেলায় মেতে ওঠে। তাদের এ নিবিড় বন্ধুত্ব আপনার মনকেও আলোড়িত করবে। এই ভিডিও দেখে আপনি অবাক না হয়ে পারবেন না।

ভিডিও দেখুন