মুছে ফেলা যাবে ‘খারাপ’ স্মৃতি!

প্রকাশ: ২০১৬-০২-১৬ ১০:৪২:৩৮


Sritiখারাপ স্মৃতি আপনাকে প্রতিনিয়ত পীড়া দিচ্ছে। তবে এবার মস্তিষ্ক থেকে ‘অপ্রয়োজনীয় বা খারাপ’ স্মৃতি মুছে ফেলুন। আর খারাপ স্মৃতি মুছে ফেলার উপায় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গেল সপ্তাহে এরকম একটি প্রামাণ্যচিত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রদর্শন করা হয়েছে।

পিবিএসের নোভা প্রামাণ্যচিত্রের মেমরি হ্যাকাররা মেমোরি বা স্মৃতিক্ষেত্রের এ নতুন উপায় খুঁজে পেয়েছেন। এতে দেখা গেছে, কিভাবে স্মৃতি মানুষের কল্যাণে পরিচালনা করা যায়।

প্রামাণ্যচিত্র তৈরিকারকরা বলেছেন, মানব ইতিহাসে স্মৃতিকে একটি টেপ রেকর্ডার হিসেবে দেখা গেছে এবং যা বিশ্বাসযোগ্যভাবে তথ্য ধরে রাখে ও হুবহু ফেরত দেয়। প্রামাণ্যচিত্রে দেখানো হয়, কিভাবে স্মৃতি সম্পাদনা ও সেখানে নতুন একটি ব্যাপার প্রভাব ফেলে। এটি অনেকটা সায়েন্স ফিকশনের মতোই। টেলিগ্রাফ।

সানবিডি/ঢাকা/এসএস