হত্যার পর ৬ টুকরা: গ্রেফতার আবিরের ৭ দিনের রিমান্ড
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১১-২৮ ১৪:২৩:২৭
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে ৬ টুকরা করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আবিরকে (১৯) ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ নভেম্বর দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আসামি আবিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মর্জিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ১৫ নভেম্বর চট্টগ্রামের বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন শিশুটির বাবা সোহেল রানা। এরপরই ঘটনা তদন্তে নামে পিবিআই। গত বৃহস্পতিবার রাতে শিশু আয়াতের হত্যাকারী আবিরকে গ্রেফতার এবং হত্যার নানা আলামত উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ এবং হত্যার পর লাশ ৬ টুকরা করে বিভিন্ন স্থানে ও নদীতে ফেলে দেন বলে স্বীকার করেন।
এম জি