‘আমার সঙ্গে সেক্স করুন’, রাস্তায় জড়িয়ে ধরে মহিলার আরজি!
প্রকাশ: ২০১৬-০৪-১৬ ১৯:১৬:১৬
রাস্তার ধারে প্রায় উলঙ্গ এক মহিলা জাপটে ধরছেন পর্যটকদের। জড়িয়ে ধরে তাঁর আবেদন, “আমার সঙ্গে সেক্স করুন। আমি এরোটিক এক্সপিরিয়েন্স দেব।” সাংহাইয়ের এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। মহিলার আবেদন এখন ভাইরাল!
ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের সাংহাইতে খোলা রাস্তায় প্রায় কোনও জামাকাপড় না পরেই একা একা নাচছেন ওই মহিলা। তাঁর এই কাণ্ড দেখে অবাক হয়ে যান পথচারীরাও। তবে তিনি যে মদ্যপ এটা বেশ ভাল ভাবেই বোঝা যাচ্ছিল। এক পর্যটকের গায়ে পা তুলে দেন তিনি। কিন্তু ওই মহিলার প্রতি পর্যটক কোনও রকম উত্সাহই দেখাননি। বরং নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ এসে ওই মহিলকে ধরে নিয়ে যায়। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও।
https://www.youtube.com/watch?time_continue=40&v=sosrMVJ-dLM