নাচতে গিয়ে যৌনাঙ্গে আগুন লাগালেন নারী (ভিডিও)

প্রকাশ: ২০১৬-০৪-১৭ ১৮:১৩:০২


fireপ্রতিযোগিতায় নাচার সময় কারিশমা দেখাতে গিয়ে নিজের যৌনাঙ্গে আগুন লাগিয়ে দিয়ে বিপাকে পড়েছেন এক নারী। সম্প্রতি ফ্লেক্সি নামের ওই নারী যুক্তরাজ্যে একটি নাচের প্রতিযোগিতায় ভুলক্রমে তার যৌনাঙ্গে আগুন লাগান বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো.কম।

আগুন লাগার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায় যখন ফ্লেক্সি বুঝতে পারেন যে তার অন্তর্বাসে আগুন লেগে গেছে তখন তিনি খুব ভয় পেয়ে যান।

নাচের সময় নিজের অন্তর্বাসে অল্প পরিমাণ অ্যালকোহল লাগিয়ে দর্শকদের আনন্দ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু অ্যালকোহলের মাত্রা বেশি হয়ে যাওয়ায়ই ঘটে এমন ঘটনা।

এ ঘটনায় তার তার শরীরে বাইরের অংশ পুড়ে গেছে বলে জানানো হয়েছে প্রকাশিত সংবাদে।

তবে প্রতিযোগিতায় ৫০০ ডলার মূল্য মানের একটি পুরস্কার জিতেছেন তিনি এবং আগামী বছর জ্যামাইকাতে এক ফায়ার-ড্যান্সিং প্রতিযোগিতায় অংশ নিবেন তিনি।

সানবিডি/ঢাকা/এসএস