এক টাকায় স্যামসাং স্মার্টফোন!
প্রকাশ: ২০১৬-০৪-৩০ ১৭:৪৮:০৪
মাত্র এক টাকায় পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি S6 ও গ্যালাক্সি NOTE 5 এর মতো ফোন। তথ্যপ্রযুক্তি ব্যবসাকে আরো উন্নত করতেই এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
তবে বাংলাদেশের গ্রাহকদের জন্য নয় স্যামসাং এ উদ্যোগ নিয়েছে ভারতের গ্রাহকদের জন্য। দেশটিতে শুক্রবার হতে ‘মেক ফর ইন্ডিয়া সেলিব্রেশন’ নামে এক ক্যাম্পেইন শুরু করেছে স্যামসাং। এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা ভারতে স্যামসাং এর চাহিদাকে আরো বাড়াতে চায়।
ক্যাম্পেইনে ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং সহজ EMI দেয়া হচ্ছে। ভারতের গ্রাহকদের জন্য এই অফার চলবে ১৫ মে পর্যন্ত। এই কদিনে মাত্র এক টাকা ডাউন পেমেন্ট করে তারা কিনতে পারবেন স্যামসাং এর যেকোনো স্মার্টফোন। দামী-কম দামী সবই। বাকি টাকা ১২টি ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে।
‘মেক ফর ইন্ডিয়া সেলিব্রেশন’ ক্যাম্পেইনে শুধু স্মার্টফোনই নয়, HD স্মার্ট টিভি, HD কার্ভড টিভি, HD ফ্ল্যাট টিভিও দারুণ ডিসকাউন্ট অফারে কিনতে পারবেন ভারতীয়রা।
সানবিডি/ঢাকা/আহো