নারীদের হস্তমৈথুনে ড্রোন সেক্স!
প্রকাশ: ২০১৬-০৫-০২ ২০:২৫:০০
সেক্স টয়ের ব্যবহার সাধারণত হাত দিয়েই করতে হয়। কিন্তু প্রযুক্তিবিদরা এবার আবিষ্কার করেছে স্বয়ংক্রিয় সেক্স টয় বা যৌন খেলনা। খবর টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, নারীদের জন্য তৈরি করা বিশেষ এই ডিলডো ডিভাইসটি উড়বে। ফলে হাত ব্যবহার করা ছাড়াই পাবেন হস্তমৈথুনের অনুভূতি।
ব্রিটেনের ডেইলি মিররের খবরে বলা হয়, ডিলডো এভরিথিং নামে সেক্স টয় ডিভাইসটির নির্মাতারা দাবি করেছেন, ডিভাইসটি ড্রোন হওয়ার কারণে ব্যবহাকারী একই সময় খাওয়া দাওয়ার কাজটিও সেরে ফেলতে পারবেন।
ইউটিউবে দেওয়া এক বিজ্ঞাপনে একজন নারী ব্যবহারকারী মন্তব্য করেছেন, রিমোট কন্ট্রোল দিয়ে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা। রিমোটের সাহায্যে সরাসরি নারী যৌনাঙ্গে ঢুকতে সক্ষম এটি।
তিনি বলেন, ‘এখন আমি আমার তিনটি পছন্দের কাজ― বিয়ার, বার্গার এবং ডিলডো একসঙ্গে করতে পারি।’
ডিলডো ড্রোন ডটকমে এখনো ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে তাদের ইউটিউবের বিজ্ঞাপনটি এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় শুরু করে দিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো