অর্থ বিভাগের উপসচিব হলেন খায়রুন নাহার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৫:১০:২৪


অর্থ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় হতে Investment Component for Vulnerable Group Development Programme (ICVGD) এর উপপ্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপসচিব খায়রুন নাহার।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয় হতে Investment Component for Vulnerable Group Development Programme (ICVGD) এর উপপ্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপসচিব খায়রুন নাহারকে অর্থ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এম জি