গায়িকাকে দিনের পর দিন গণধর্ষণ, অত:পর..

আপডেট: ২০১৫-১২-০৮ ০০:২৬:৩৮


rapeগণধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করলেন ভারতের এক ভোজপুরি গায়িকা। অভিযোগ, বিয়ের পর থেকে দিনের পর দিন তাঁর উপর শারীরিক ও  মানসিক নির্যাতন চালাত তাঁর শ্বশুর বাড়ির লোকেরা। সর্বশেষ শশুর ও দেবর মিলে চালানো হয় গণধর্ষণ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, আট মাস আগে দিল্লির এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই ভোজপুরি গায়িকার। এরপর থেকে টাকা পয়সা নিয়ে আসতে বলে মারধর করা হত। খেতে না দিয়ে তাঁকে বাড়ির সব ধরণের কাজকর্ম করিয়ে নেওয়া হত বলেও অভিযোগ। এসব অত্যাচার সহ্য করতে না পেরে এলাহাবাদে তাঁর বাপের বাড়িতে চলে আসে সে।

এর কিছুদিন পর তাঁর শ্বশুর বাড়ির লোকেরা ক্ষমা চেয়ে এই গায়িকাকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর থেকে অত্যাচার আরও বেশি মাত্রাই বেড়ে যায় বলে অভিযোগ। একদিন তাঁকে এভাবে অত্যাচার করার পর তাঁর শ্বশুর ও দেওর মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ করে পুলিশের কাছে ওই গায়িকা। পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত চলছে। সূত্র: ভারতীয় গণমাধ্যম