সমগ্র উত্তরবঙ্গে দেশবন্ধু সিমেন্ট পরিচিত নাম

প্রকাশ: ২০১৫-১২-২৭ ২২:০১:৪৯


Joyputhat Pic-2জয়পুরহাটে দেশবন্ধু সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে দেশবন্ধু সিমেন্টের জয়পুরহাট জেলার পরিবেশক মেসার্স রফিক অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলহাজ রফিকুর আলমের সভাপতিত্বে ‘রাজমিস্ত্রি’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবন্ধু সিমেন্টের ডেপুটি ম্যানেজার নবীনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেসার্স রফিক অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আফসানা ফেরদৌস, দেশবন্ধু সিমেন্টের এরিয়া ম্যানেজার শাহিন উদ্দীন, জয়পুরহাট জেলা এক্সিকিউটিভ তারেক মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা এক্সিকিউটিভ শুভ, রাজশাহী জেলা সিনিয়র এক্সিকিউটিভ কামরুল হাসান, নওগাঁ জেলা সিনিয়র এক্সিকিউটিভ সন্তোষ কুমার আগরওয়ালা প্রমুখ। সম্মেলনে জেলার ১৬০ জন রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। এর আগে একটি বণার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাঁটি হাঁটি পা পা করে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এখন দেশবন্ধু সিমেন্ট একটি পরিচিত নাম। দেশবন্ধু সিমেন্ট বুয়েট কর্তৃক পরীক্ষিত।