আপন খালাকে বিয়ে অত:পর…

প্রকাশ: ২০১৬-০৪-১২ ১৩:০৬:৪৭


Khalaএবার ইসলামী আইন ভেঙ্গেছে চট্রগ্রামের কালুরঘাট এলাকার এক মুসলিম পরিবার। মুসলিম আইন ভেঙ্গে আপন মায়ের বোন (খালা) কে বিয়ে করেছে রাশেদ নামের এক যুবক।

এলাকার সূত্রে জানা গিয়েছে, আপন মায়ের বোন বেশ মোটা হওযায় বিয়ে হচ্ছিল না। এ অবস্থায় রাশেদের সাথে আপন খালা হামিদার গোপন প্রেম ও অবৈধ শারিরীক সম্পর্ক তৈরি হয়।

এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরাও পড়ে তারা। পরে এলাকাবাসীর চাপে ইসলামী নিয়ম ভেঙ্গে আপন খালাকে বিয়ে করে রাশেদ।

রাশেদের মা আমেনা জানিয়েছেন, তার পুত্র ও পুত্রবধু (আপন বোন) হামিদাকে নিয়ে ভালোই আছেন এবং অবহেলিত নারীদের মর্যদা  দেওয়ার আহবান জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/এসএস