দেখুন আল্লাহর কুদরত!

প্রকাশ: ২০১৬-০৪-১৬ ১৪:৫৬:৩০


Al quranগত বুধবার (১৩ এপ্রিল ) দুপুর ১২ টা ৪৫ মিনিটে দিনাজপুর নিউটাউন মাদ্রাসার পাসে ৩টি বাড়িতে আগুণ লাগে। এ আগুনে মুর্হুতের মধ্যে বাড়ি তিনটি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আল্লাহ’র কি রহমত ওই বাড়ি থাকা কয়েকটি কোরআন শরীফ ছিল। বাড়ির অন্য সব কিছু পুড়ে ছাই হবার পরও অক্ষত অবস্থায় পাওয়া যায় মহাগ্রন্থ কোরআন শরীফগুলো। সবাই বলুন আমিন। মহান আল্লাহ তায়ালা তার কিতাবকে এভাবে সংরক্ষতি করে রাখবেন।
.
বিষয়টি নিজে দেখুন, অন্যকে দেখার জন্য সবাইকে শেয়ার করে ছাড়িয়ে দিন।