টাকার জন্য অন্যের শয্যাসঙ্গী হতেন শার্লিন চোপড়া!

প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১৮:২২:৫৮


sharlin-jugantorশার্লিন চোপড়া। পূর্বে মোনা চোপড়া হিসেবে পরিচিত ছিলেন। তিনি একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং গায়িকা। ২০০২ সালে ভেন্দি মাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র তার অভিষেক ঘটে।

পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীর বলিউড চলচ্চিত্রে গৌন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবনের শুরু হয়। তিনি এছাড়াও টাইম পান (২০০৫), রেড স্বস্তিক (২০০৭), গেইম (২০০৭) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

শার্লিন চোপড়া নামটার সঙ্গেই আগাগোড়া জড়িয়ে বিতর্ক। কখনও উগ্র পোশাক, কখনও বা বিতর্কিত মন্তব্য তাকে শিরোনামে রেখেছে। প্লে বয় ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন।

বিতর্ক তার পছন্দের বিষয়। বিতর্কিত মন্তব্য করেই শিরোনামে থাকতে পছন্দ করেন। কিন্তু এ বার একটি বিস্ফোরক দাবি করেছেন এই নায়িকা। জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে তিনি টাকার বিনিময়ে অন্যের সঙ্গে রাত কাটাতেন।

এক সাক্ষাত্কারে শার্লিন জানিয়েছেন, অতীতে তিনি টাকার জন্য যৌনতা বিক্রি করতেন। সে সময় মডেলিংয়ের পাশাপাশি ক্লায়েন্টদের থেকে পেমেন্ট নিতে তাদের সঙ্গে সময় কাটাতেন।  কিন্তু সেই ক্লায়েন্টদের সঙ্গে কোনও মানসিক সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে আজ আর তাঁদর কাউকেই মনে নেই নায়িকার।

শার্লিন জানিয়েছেন, বয়সে বড় পুরুষদের সঙ্গে তিনি বন্ধুত্ব করতে পছন্দ করতেন। শার্লিন ব্যখ্যা করেছেন, তার থেকে বয়সে বড় পুরুষদের আর্থিক নিরাপত্তা অনেক বেশি ছিল। ফলে সেই পুরুষ বন্ধুরা শার্লিনকে প্যাম্পার করতেন। তাকে প্রচুর গিফট কিনে দিতেন।

সানবিডি/ঢাকা/এসএস