মার্কো রুবিও ও ইভাঙ্কার আলিঙ্গনের ছবি নিয়ে তদন্ত!
প্রকাশ: ২০১৭-০৬-২২ ১৫:৫২:৪১
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মারকো রুবিও ও ইভাঙ্কা ট্রাম্পের একটি যুগলবন্দী ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের সাইটে। সেখানে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাকে আলিঙ্গন করার চেষ্টা করছেন রুবিও। কিন্তু ইভাঙ্কা তাতে সাড়া দিচ্ছেন না। টুইটারে ছবিটি নিয়ে অনেকে ঠাট্টা শুরু করে দিয়েছেন।
মার্কো রুবিও ও ইভাঙ্কা ট্রাম্পে আলিঙ্গনের ছবিটি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আমেরিকার সিনেট ইন্টেলিজেন্স কমিটি। ওই ঘটনার সবকিছু তাই তদন্ত কমিটির ওপর ছেড়ে দিতে চান মার্কো রুবিও। তবে বিষয়টি নিয়ে হইচই করা ব্যক্তিদেরও জবাব দিয়েছেন তিনি। আলিঙ্গন করার সময় অন্য আরেকটি ছবি শেয়ার করেছেন রুবিও।
এটা নিয়ে হইচই হওয়া ইভাঙ্কাও মজা করেছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘অনেকে বলছে মার্কো রুবিও আমাকে আলিঙ্গন করতে চেয়ে ব্যর্থ হয়েছে। এইসব ভুয়া সংবাদ। মার্কো খুব সুন্দর করে আলিঙ্গন করতে পারে!’ ট্রাম্পের ছেলেও এ নিয়ে টুইট করেছেন, ‘রাজনীতিতে সত্যিই আরও বেশি আলিঙ্গনের প্রয়োজন… এমনকি ইভাঙ্কা ও মার্কো রুবিও ব্যর্থ আলিঙ্গনও। ‘