বাজারে এলো সিলভা ফার্মার সেফটি সল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৩ ১৯:২১:৩৫
বাজারে এলো পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের সেফটি সল। এটি করোনাভাইরাস সংক্রমন রোধে জীবাণমুক্ত জীবনের নিশ্চয়তা দিবে সেফটি সল।
কোম্পানি সূত্র মতে, এই পণ্যটি প্রতিবার ব্যবহারে হাতকে জীবাণুমুক্ত করে। এছাড়া বাড়িতে,ক্লিনিক ও হাসপাতালের জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
কোম্পানিটি জানিয়েছে, দুটি সাইজের পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। এর একটি হলো তিনশ এমএল, যার মূল্য ১৫০ টাকা। আর দ্বিতীয়টি হলো ৫০ এমএল। এর বাজার মূল্য ৪০ টাকা।