জবির টিএসসি এর একাংশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-০২-০৪ ২১:৩২:১৫


pppppppppppppptttttttt1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল আন্দোলনে দখল করা সমবায় ব্যাংকের সরকারি জায়গায় শিক্ষার্থীদের ঘোষিত ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) একাংশ উদ্ধার করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ছাত্র ইউনিয়নের জবি সংসদের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক শেখ সাদিক শুভর নেতৃত্বে নেতাকর্মীরা দখলদারদের সরিয়ে একাংশ দখলমুক্ত করেন। এর আগে টিএসসির সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা টিএসসির ২০-২৫টি শীতকালীন কাপড়ের দোকান সরিয়ে দেন। তবে এখনো টিএসসির অর্ধেক অংশ বেদখলে রয়েছে।

সানবিডি/ঢাকা/আহো