সরকারি রিসর্টে সেক্স র‍্যাকেট!

প্রকাশ: ২০১৭-১১-১৭ ২২:৪৩:২৫


policeরাজ্য সরকারের রিসোর্টে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ঘটনা৷ গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড় পর্যটন রোডের রিসর্টে তল্লাশি চালায়৷ ঘটনাস্থল থেকে নাবালিকা-সহ কয়েকজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, অভানপুর রোডে অবস্থিত পন্ডওয়ানি রিসর্টে তল্লাশি চালালে সেখানে আলাদা আলাদা ঘরে চারজন ছেলেমেয়েকে অশ্লীল অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ এদের মধ্যে একজন নাবালিকা ছিল৷ তারা পুলিশকে দেখেই জানলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে৷ এছাড়াও পুলিশ আরও তিনজনকে হেফাজতে নিয়েছে৷ এদের মধ্যে একজম মহিলাও রয়েছে৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিসর্টে ভিজিটার ডায়েরিতে কারা আসছে কারা যাচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য লেখা হত না৷ পুলিশের আশঙ্কা রিসর্ট প্রধানের অঙ্গুলি হেলনের মাধ্যমেই এই ধরণের বেআইনী কাজ এখানে চলত৷ পুলিশ জানিয়েছে, রিসর্টের ম্যানেজার প্রথমে জানিয়েছিল যে সেখানে সেমিনার চলছে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করলেই সত্যতা প্রকাশ্যে আসে৷

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ছত্তিশগড় পর্যটন বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, রিসর্টের ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে৷ উল্লেখ্য, রাজ্য সরকারের বেশ কিছু রিসর্ট বেসরকারি ঠিকেদারের মাধ্যমে চালান হয় বা সেগুলি বন্ধ পড়ে থাকে৷ এর আগেও বস্তর জেলার জগদলপুর এলাকার একটি রিসর্টেও এই ধরণের ঘটনা ঘটে৷