শাড়ি পরা সম্পুণ্য অচেনা সুন্দরী মিশেল ওবামা

আপডেট: ২০১৭-১১-৩০ ০০:২৬:৩৫


 মিশেল ওবামা

মিশেল ওবামা

নিরাপদ নিউজঃ এতদিন সবাই তাকে দেখে এসেছি তাদের দেশের পোষাকেই। হঠাৎ বাঙ্গালী ধারার এমন রুপে মিশেল ওবামাকে দেখে অবাক একটু হবারই কথা। ভারতের প্রজাতন্ত্র দিবসে এই প্রথম উপস্থিত থাকছেন মার্কিন কোনো প্রেসিডেন্ট। ভারতের এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণই হচ্ছে বারাক ওবামা।

e23

স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ভারত পৌছেছেন ওবামা। সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টকে বরণ করতে সাজ সাজ রব এখন ভারতে।  মিশেলকে মোদি শাড়ি উপহার দেয়ার কথা আগে থেকে জেনে বিষয়টি আমলে নিয়ে হিন্দুস্থান টাইমস বেশ কিছু ছবি প্রকাশ করেছেন।

e22

ফটোশপে দেখানো হয়েছে, শাড়ি পরলে কেমন লাগবে দেখতে মিশেলকে। আর সেই ছবিগুলো নিরাপদ নিউজের পাঠক পাঠিকাদের জন্য তুলে ধরা হলো।

e21