পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিইউপি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১১-০৮ ১১:১৩:৪১


অর্থনীতির অন্যতম সূচক হলো পুঁজিবাজার। বিশ্বব্যাপী পুঁজিবাজারের ক্যাড়িয়ারও অনেক স্বপ্নের। তাই আগামীর পুঁজিবাজারের কান্ডারি তৈরির মিশনের নেমেছে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলা ও ক্যাড়িয়ার গড়ার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) নিয়ে সেমিনার করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিইউপি ক্যাম্পাসে একটি সচেতনতামূলক সেমিনার করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ।

সেমিনারটি পরিচালনা করেন,  ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক। তার বক্তব্যে উঠে আসে পুঁজিবাজার আগামীর সম্ভাবনা।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের জিয়াদ আল নাসেরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, হেড অব রিসার্চ মোঃ সেলিম আফজাল শাওন,হেড অব ডিজিটাল বিজনেস মোঃ রকিবুল ইসলাম রুশো। তারা পার্সনাল ফাইন্যান্স এবং সঞ্চয় এর পাশাপাশি বিনিয়োগেরও পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সেশন আরও বেশি হওয়া উচিত বলে মতামত দেয় শিক্ষার্থীরা। একই সাথে কেউ কেউ পার্সোনাল ফাইন্যান্সকে একাডেমিক বিষয়ের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও জানায়।